নিখোঁজের দুদিন পর ধানক্ষেতে মিললো কৃষকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০২ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে ধানক্ষেত থেকে সামাদ আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার মদনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সামাদ আলী ওই গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, দুদিন আগে বাড়ি থেকে বের হন সামাদ আলী। এরপর পরিবারের লোকজন তাকে খুঁজেও পায়নি। পরে সোমবার সকালে মাঠে যাওয়ার সময় স্থানীয়রা বাড়ির পাশের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।