মাদারীপুর

শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০২ অক্টোবর ২০২৩

মাদারীপুরে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি করেছেন শিক্ষকরা।

সোমবার (২ অক্টোবর) দিনব্যাপী মাদারীপুর সরকারি কলেজে এ কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যডারভুক্ত কর্মকর্তারা। দাবি পূরণ না হলে ১০-১২ অক্টোবর পর্যন্ত টানা তিনদিনের কর্মবিরতি পালন করবেন তারা।

আরও পড়ুন: দাবি আদায় না হলে ২৮ আগস্ট থেকে কর্মবিরতি রেলকর্মীদের

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও মাদারীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন, কলেজ ইউনিটের সম্পাদক বেদানন্দ হালদার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ শিক্ষক কর্মসূচিতে অংশ নেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।