হেরোইন পরিবহনকালে পুলিশ সদস্যসহ আটক ২
মেহেরপুরে হেরোইন নিয়ে ভারতের বিষ্টুগঞ্জ গ্রাম থেকে দেশে প্রবেশের সময় আশরাফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে বিজিবি। সোমবার (২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক আশরাফুল ইসলাম মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আফসার উদ্দীনের ছেলে ও ঢাকা মেট্রোপলিটন কোর্টে কর্মরত এবং সবুজ হোসেন (২৩) সদর উপজেলার রাইপুর গ্রামের মঞ্জু শেখের ছেলে।
এ বিষয়ে বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন বলেন, কাঁটাতারের এপারে বিষ্টুগঞ্জ নামের একটি ভারতীয় গ্রাম রয়েছে। সেই গ্রাম থেকে হেরোইন নিয়ে মাদক কারবারিরা বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সীমান্তের ১২০ নম্বর মেইন পিলার হয়ে দুজন একটি মোটরসাইকেলযোগে বাজিতপুর গ্রামের পাকা রাস্তার ওপরে উঠলে বিজিবি তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তার সহযোগী সবুজ হোসেনকে আটক করা হয়। সবুজের শরীর তল্লাশি চালিয়ে ৩২ পুরিয়া (৩ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
আরও পড়ুন: জোড়া খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, আসামি আশরাফুল ইসলাম একজন পুলিশ সদস্য। তিনি ঢাকা মেট্রোপলিটন কোর্টে কর্মরত। তবে তাকে বরখাস্ত করা হয়েছে।
আসিফ ইকবাল/জেএস/জিকেএস