রেললাইন পানির নিচে, আটকা পড়েছে ট্রেন
বৃষ্টির পানিতে কিশোরগঞ্জে এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে গেছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিপাতের কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার কাননিকা এলাকায় প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে গেছে। এতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। অপরদিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটিও ময়মনসিংহের নান্দাইল স্টেশনে আটকা পড়েছে।
ফেনি থেকে আসা যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, ৭টার দিকে কিশোরগঞ্জ স্টেশন পার হয়ে আটকা পড়েছি। ৯টার দিকে ময়মনসিংহ পৌঁছার কথা থাকলেও লাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ আছে।
এসকে রাসেল/এসজে/এমএস