শেরপুরে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচি পালন


প্রকাশিত: ১২:১৮ এএম, ২৬ মার্চ ২০১৬

২৫ মার্চ কালোরাত এবং নিরীহ বাঙালির ওপর পাকহানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার শহীদদের স্মরণে শেরপুরে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।  শুক্রবার রাতে শহরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ, আলোর মিছিল, বাংলার মুখ, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি, আঁচড় অংকন নিকেতন, উদীচীসহ তরুণ প্রজন্মের কয়েকটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
 
রাত ১১টায় শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পতাকা মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজার থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ১২টা ১ মিনিটে শত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ‘অমলিন ২৬ মার্চ’ শীর্ষক মোমবাতির আলোক প্রজ্বলন করা হয়।

পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরু বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। পরে ফানুস উড়িয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে, শহরের গৃর্দানারায়নপুর এলাকায় স্থানীয় শতাধিক গৃহবধূ রাতে একাত্তরের গণহত্যার শহীদদের স্মরণে প্রজ্বলিত মোমবাতি হাতে রাস্তায় নেমে মানববন্ধন করেছে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি শেরপুর জেলা শাখা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সন্ধ্যায় শহরের থানা মোড় থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পর্যন্ত পতাকা হাতে মিছিল করে।

হাকিম বাবুল/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।