পদ্মা সেতুর উদ্বোধনের ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: যে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিবেন প্রধানমন্ত্রী

রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, ১০ অক্টোবর পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে আসার সময় শুক্রবার সকালে পাংশার কালিকাপুরে ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাস ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।