ঘন কুয়াশা

ধলেশ্বরীতে আটকা পড়েছেন সংবর্ধনায় আসা ৫ লঞ্চের নেতা-কর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা জানাতে ভোলা চরফ্যাশন ও মনপুরাসহ বরিশাল থেকে ছেড়ে আসা পাঁচটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ধলেশ্বরী নদীতে আটকা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সীমানায় ধলেশ্বরীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে জরুরি যাত্রা বিরতি দেয় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায়। 

মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের সহযোগী ইজারাদার ও টার্মিনাল ব্যবস্থাপক মোহাম্মদ আফসার উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর মধ্যে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ১৬ মিনিটে রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফারহান-৮।

আটকে পড়া লঞ্চগুলোর মধ্যে রয়েছে বরিশাল থেকে ছেড়ে আসা এম. ভি জাকির সম্রাট-৪, এম. ভি অথৈ-৩, ফারহান-৮, গ্লোরি অফ শ্রীনগর-৭ ও চাঁদপুর অ্যাডভেঞ্চার-৩।

ফারহান-৮ লঞ্চে থাকা বিএনপি নেতাকর্মীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দীর্ঘদিন পর কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দ্বীপ জেলা ভোলা থেকে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রায় দেড় হাজার নেতাকর্মীকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসি। 

মোহাম্মদ শাহাব উদ্দিন নামের বিএনপি এক কর্মী জানান, ভোলা ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী নুর ইসলাম নয়নের উদ্যোগে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলেন নেতাকর্মীরা। তবে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ঘন কুয়াশার কারণে লঞ্চগুলো জরুরি বিরতি দেয়।

লঞ্চ যাত্রী ও মনপুরা উপজেলা যুবদলের সভাপতি শামসু মোল্লা জানান, পৌষের কনকনে শীত উপেক্ষা করে রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় অংশ নিয়ে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভোলা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছুটে এসেছি। 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে ঘন কুয়াশার কারণে যাত্রা বিরতি দেয় বেশ কয়েকটি লঞ্চ।

জরুরি যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করে ফারহান-৮ লঞ্চের লাইন মাস্টার রুহুল আমিন কিবরিয়া জানান, প্রায় চার ঘণ্টা যাত্রা বিরতি শেষে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। তবে ঘন কুয়াশার কারণে নৌপথের কোনো কিছু দেখতে না পাওয়ায় মেঘনা ও ধলেশ্বরী নদীতে জরুরি যাত্রা বিরতি দিতে বাধ্য হয়েছে বেশ কয়েকটি লঞ্চ। এতে প্রায় সাত হাজার নেতাকর্মী আটকা পড়েছে বলে দাবি করেন তিনি।

এএইচ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।