চারদিনের মাথায় ফিরলেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

বৈরী আবহাওয়ায় হঠাৎ জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটক চারদিনের মাথায় টেকনাফে ফিরেছেন। এদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩৮ শিক্ষার্থী রয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পর্যটকবাহী জাহাজ এমভি বারো আউলিয়ায় করে আটকা পড়া পর্যটকরা সেন্টমার্টিন থেকে টেকনাফের দমদমিয়া জেটিঘাটে এসে নামেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

চারদিনের মাথায় ফিরলেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

ইউএনও জানান, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সবধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। এতে দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকরা সেখানে আটকা পড়েন। শুক্রবার বিকেলে সতর্কতা সংকেত প্রত্যাহার করে নেওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার আটকা পড়া পর্যটকরা নিরাপদে টেকনাফ দমদমিয়া জেটিঘাটে ফিরে আসেন।

চারদিনের মাথায় ফিরলেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগর থেকে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহারের পর সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয় এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ জাহাজ। যেসব পর্যটক দ্বীপে আটকা পড়েছিলেন তারা আজ ফিরে এসেছেন।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।