৮৭ টাকার স্যালাইন ২৫০, দুই ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৯ অক্টোবর ২০২৩

জয়পুরহাটে বেশি দামে স্যালাইন বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ বলেন, দীর্ঘদিন ধরে শহরের বেশকিছু ফার্মেসি কৃত্রিম সংকট তৈরি করে ৮৭ টাকার স্যালাইন ১৫০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি করে আসছে। পরে জয়পুরহাট শহরের নুর ও খাজা ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা প্রথমে আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা বলেন। পরে বেশি টাকা দিলে স্যালাইন দেয়। এসময় খাজা ফার্মেসিকে ১০ হাজার এবং নুর ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: গো-খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ব্যবসায়ীর জরিমানা

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিনসহ আরও অনেকে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।