জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

জয়পুরহাটের কালাইয়ে জুয়া খেলার সময় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে ছাত্রলীগ নেতার পুকুর পাড়ের একটি টিনের ঘরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আতিকুর রহমান (৩২), একই ইউনিয়নের মাত্রাই গ্রামের হেলাল উদ্দিন (২৮), মাসুদ রানা (২৫), রিফাত হোসেন (১৮), শওকত হাবীব (৩০), আতিকুর রহমান আতিক (৩০), বায়েজিদ (২০) ও মদনাহার গ্রামের সবুজ সরকার।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের একটি পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। সোমবার দুপুরেও জুয়ার আসর বসানো হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পুলিশ।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ওয়াসিম আল বারী।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।