ঝিনাইদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহের আয়োজনে নগরীর শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির পরিচালক (অঙ্গীভূতকরণ) আহসান উল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছে। শুধু পোশাক পরিবর্তনই নয়, অন্যান্য বাহিনীর মতোই এ বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ঝিনাইদহসহ সারাদেশে আনসার সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।

Ansar-bg.jpg

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন অর রশিদ, মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ।

স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন। উপস্থাপনা করেন উপজেলা প্রশিক্ষক জসিম উদ্দিন ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া আক্তার।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল, ক্রোকারিজ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কারসামগ্রী বিতরণ করা হয়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।