বরগুনায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১০ অক্টোবর ২০২৩

বরগুনা সদর উপজেলায় দেশীয় অস্ত্র ও গুলিসহ এইচ এম রানা সিদ্দিক (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এইচ এম রানা সিদ্দিক বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোড়া এলাকার মৃত আবুল হাসেম ফেতু ওরফে ফেতর উদ্দিনের ছেলে।

বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একরাতে ৩ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

তিনি বলেন, বরগুনা সদর উপজেলার গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কের পাকা রাস্তার এখানে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ এইচ এম রানা সিদ্দিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি স্টিলের তৈরি দেশীয় শর্ট গান, ৯ রাউন্ড তাজা গুলি, একটি চাকু ও টর্চ লাইট উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, সিদ্দিকের নামে বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা চলমান। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

জেএস/জিকেএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।