প্রধানমন্ত্রীর ট্রেন নাওডোবায়, হাজারও মানুষের বাঁধভাঙা উল্লাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১০ অক্টোবর ২০২৩

হুইসেল বাজিয়ে ঝকঝক শব্দে প্রধানমন্ত্রীর ট্রেনটি যখন শরীয়তপুরের নাওডোবা অংশে পৌঁছায় তখন হাজারও মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় অপেক্ষমাণ মানুষেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত নেড়ে অভিনন্দন জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১৬ মিনিটে ঢাকা-ভাঙ্গা পদ্মা সেতু রেললাইনের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্ত অতিক্রম করে ভাঙ্গার পানে ছুটে চলে ট্রেনটি।

তাসিরন বিবি নামের পঞ্চাশোর্ধ্ব এক নারী বলেন, ‘রূপবাবুর হাট থেকে এসে সেই সকাল থেকে ছেলের ঘরের নাতিকে নিয়ে ট্রেন দেখার অপেক্ষায় ছিলাম। একটু আগে ট্রেন আমাদের সামনে দিয়ে ফরিদপুরের দিকে চলে গেলো। ট্রেন দেখে আমার নাতি অনেক খুশি হয়েছে।’

jagonews24

ঠান্ডু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেনটি আমাদের কাছ দিয়েই গেলো। অনেক ভালো লেগেছে। পদ্মা সেতুতে ট্রেন লাইন চালু করায় আমরা অনেক খুশি হয়েছি।’

সাইফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, পদ্মা সেতু চালুর পর আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সেতু দিয়ে রেললাইন চালুর মধ্য দিয়ে আমাদের দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করি।

 

বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।