প্রধানমন্ত্রীকে দেখতে বাহারি সাজে জনসভায় আরিফুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১০ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে ফরিদপুরের ভাঙ্গায় সমাবেশস্থলের গেটের বাইরে অপেক্ষা করছেন আরিফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। তার মুখে মুখোশ, পড়নের রঙিন জামাকাপড় ও টুপির মধ্যে বানানো নৌকা সবার নজর কেড়েছে।

মঙ্গলবার(১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের সামনে এমন বাহারি সাজে দেখা মেলে আরিফুল ইসলামের। তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়ার বাসিন্দা সোনাম উদ্দিন মণ্ডলের ছেলে।

আরিফুর ইসলাম জাগো নিউজকে বলেন, ছোটকাল থেকেই আওয়ামী লীগকে ভালোবাসি। নৌকা মার্কা দেখলে মাথা ঠিক থাকে না। ভোটার হওয়ার পর থেকেই নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেইনি। আশপাশে জনসভা হলেই ছুটে যাই। আজ বাড়ির কাছে নেত্রী আসতেছেন শুনে আর থাকতে পারলাম না।

jagonews24

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ট্রেন নাওডোবায়, হাজারও মানুষের বাঁধভাঙা উল্লাস

তিনি আরও বলেন, আমি ঝালমুড়ি বেঁচে সংসার চালাই। আজকে আর দোকান নিয়ে বসিনি। মানুষকে আকৃষ্ট করতে ও আনন্দ দিতে এমন রঙিন জামাকাপড় আর মুখোশ পড়েছি।

সদরপুর থেকে আসা এক কর্মী বলেন, উনি একজন নৌকা পাগল মানুষ। তার বেশভূষা দেখে মানুষ বেশ আনন্দ পাচ্ছেন।

পদ্মা সেতু সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছাবেন। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী।

 

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।