নোয়াখালীতে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হত্যা মামলায় মিঠু চন্দ্র দাস ও জিতু চন্দ্র দাস নামে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন। আসামিরা সুবর্ণচর উপজেলার মধ্য চরবাটা গ্রামের পুণ্য মহাজন বাড়ির মনোরঞ্জন দাসের ছেলে।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গুলজর আহমেদ জুয়েল রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামিদের উপস্থিতিতে বিচারক কামরুল ইসলাম সাগর হত্যা মামলার রায় প্রদান করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন: চাঁদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আদালতের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, রায় ঘোষণার পর সাজা পরোয়ানায় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, দুঃসম্পর্কের চাচাতো বোন মমতাজ বেগমের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগী কামরুল ইসলাম সাগরের। এ দিকে মমতাজকে মিঠুও ভালোবাসতেন। একপর্যায়ে মমতাজের পিছু ছাড়তে সাগরকে নানা ধরনের হুমকি দেন মিঠু। এতে কাজ না হওয়ায় ২০১৮ সালের ৯ জুন রাতে সাগরকে কৌশলে ডেকে নিয়ে মিঠু ও জিতু শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তায় ভরে বাগানে ফেলে দেয়। পরদিন পুলিশ সাগরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম