নোয়াখালীতে নকল জর্দ্দাসহ কারখানার মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০৯ এএম, ১১ অক্টোবর ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল নকল জর্দ্দাসহ মো. জসিম উদ্দিন (৫০) নামে এক কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জসিম উদ্দিন ওই এলাকার মৃত অলি উল্যাহর ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বেড়েছে ‘আলোর ফাঁদ’র জনপ্রিয়তা

তিনি বলেন, নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯৩৪ পিস ভেজাল জর্দ্দা, ১৩৯ কেজি তামাক জাতীয় নকল দ্রব্য, ৩৫০ পিস জর্দ্দার খালি কৌটা, চার রকম জর্দ্দার লেভেল জব্দ করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও গ্রেফতার হন কারখানার মালিক জসিম উদ্দিন।

তিনি আরও বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি অনুমতি ছাড়া গোপনে কারখানা দিয়ে বিভিন্ন কোম্পানির নামে ভেজাল ও নকল জর্দ্দা তৈরি করে বাজারজাত করে আসছিল। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।