ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিক্ষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ অক্টোবর ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুস্তাফিজুর রহমান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মুস্তাফিজুর রহমান সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি নেত্রকোনার একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন মোস্তাফিজ। এ সময় ডোবার পানি সেচার জন্য ছোট্ট একটি মটর বসান। পরে এই মটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক মটর সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।