চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১২ অক্টোবর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ রুহুল আমিন (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া এলাকার আসারীর আমবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুহুল আমিন একই ইউনিয়নের আজমতপুর এলাকার বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া অস্ত্রসহ যুবককে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অপহরণের ১০ দিন পর বন্ধুর বাড়ির সেপটিক ট্যাংকে মিললো যুবকের মরদেহ

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সতর্ক অবস্থানে থাকে। পরে রাত ৯টার দিকে ৪-৫ জন ব্যক্তি আম বাগান দিয়ে হেটে আসে। এসময় তাদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তখন রুহুল আমিনকে আটক করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, রাহুল আমিনকে আটকের পর তাকে তল্লাশি করে একটি অবৈধ বিদেশি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি হাঁসুয়া জব্দ করা হয়। রুহুল আমিন স্থানীয়ভাবে একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সোহান মাহমুদ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।