নড়াইলে ৪ দিনব্যাপী সুলতান উৎসব শুরু
নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে ছবি এঁকে সুলতান উৎসবের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
আরও পড়ুন: নড়াইলে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা
এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু বক্তব্য দেন।
সুলতান উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় একশ স্টলে হস্তশিল্প, কুঠির শিল্প, মনোহারীসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস