ফরিদপুরে ভুবনেশ্বর নদে কুমির, আতঙ্কে স্থানীয়রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১২ অক্টোবর ২০২৩

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ভুবনেশ্বর নদে একটি কুমিরের দেখা গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এলাকাবাসীদের সতর্ক করতে এশার নামাজের পর মসজিদের মাইকে প্রচার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চরভদ্রাসন থানাপুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত কুমিরটি তেলিডাঙ্গি এলাকায় অবস্থান করছিল বলে এলাকাবাসী জানায়।

এরআগে বুধবার (১১ অক্টোবর) বিকেলে প্রথম দফায় গাজিরটেক ইউনিয়নের ভুবনেশ্বর নদে ব্যাপারীর ডাঙ্গী গ্রামের লোকমান মাতুব্বরের বাড়ি সংলগ্ন এলাকায় কুমিরটি দেখা যায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে লোকমান মাতুব্বরের বাড়ির কাছে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি দেখা যায়। কুমিরটি ১৫-২০ মিনিট পরপর পানি থেকে মাথা উঠিয়ে আবার ডুব দিচ্ছিল।

আরেক বাসিন্দা সুজন বেপারী জানান, বুধবার সন্ধ্যার পর নদে কুমিরের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার ব্যাপারী বলেন, বৃহস্পতিবার সকালে কুমিরটি আগের জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাটিতে তেলিডাঙ্গী সিকদার ডাঙ্গী এলাকায় অবস্থান করছে। সেখানে নদের পানিতে কিছু সময় পরপর মাথা তুলে আবার ডুব দিচ্ছে কুমিরটি।

Forid-(1).jpg

স্থানীয়রা বলছেন, এ নদের পানিতে ছোট ছোট ছেলেমেয়েরা গোসল করার পাশাপাশি গবাদিপশুর গা ধোয়ানো হয়। এখনো কুমিরটি উদ্ধার না হওয়ায় আতঙ্কে রয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদ বলেন, বিষয়টি বনবিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা খুব শিগগির কুমিরটিকে উদ্ধার করবেন বলে জানিয়েছেন। এলাকাবাসীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, খুলনা বিভাগীয় অফিসে জানানো হয়েছে। তারা কুমিরটি উদ্ধারে সেখান থেকে একটি টিম পাঠানোর ব্যবস্থা করছেন।

এ বিষয়ে খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী বলেন, স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে কুমিরটির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। শিগগির আমাদের একটি টিম উদ্ধার অভিযানে পাঠানো হবে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।