রাজবাড়ীতে লাঠিবাড়ি খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৪ অক্টোবর ২০২৩

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে শেখ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীতে দুদিনব্যাপী হারিয়ে যাওয়া লাঠিবাড়ি ও হা-ডু-ডু খেলা শুরু হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে দাদশী ইপির সিংঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

লাঠিবাড়ি খেলায় বাদ্যের তালে কাটাখালীর হারুন অর রশিদের দলের নেতৃত্ব দেন মো. শাহিন সরদার। ৩২ জনের দল লাঠিবাড়ী, রামদা, সরকি, বুকের ওপর ইটভাঙা, টিউব লাইট খাওয়া, শূন্যের ওপর লাঠি, রামদা ঘোরানো ও মাথার চুলের সাথে ঢেঁকি ঘোরানোসহ নানা ধরনের অঙ্গ-ভঙ্গি দেখানো হয় করেন।

এদিকে গ্রামীণ এ খেলা দেখতে ভার্চুায়ালি যুক্ত হন শেখ ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী আব্দুল বারেক শেখসহ (ফারুক) কমিটির অন্য সদস্যরা।

দাদশী ইউনিয়ন চেয়ারম্যান মো. দেলোয়ার শেখের সভাপতিত্বে উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন- দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সিংঙা নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজাহার খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো, জনি মন্ডল।

এ সময় খেলা দেখতে স্কুলের ছাদ, মাঠ ও আশপাশের গাছে প্রায় ২-৩ হাজার দর্শকের উপস্থিতি ঘটে।

দুদিনব্যাপী এ গ্রামীণ খেলায় শনিবার হা-ডু-ডু হবে। খেলা শেষে লাঠিবাড়ী ও হাডুডু খেলায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে।

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।