কুড়িগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নভেম্বরে চালু হবে মিড ডে মিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

আগামী নভেম্বর মাস থেকে সারাদেশে পাইলটিং প্রকল্প হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, মিড ডে মিলের জন্য অক্টোবর মাসে একনেক সভায় অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন হয়ে গেলে এই মাসে মিড ডে মিল চালু হবে, না হলে নভেম্বর মাসে চালু হবে।

তিনি বলেন, মিড ডে মিলের বরাদ্দ অনেক। আমরা পাইলটিং আকারে চালু করবো। আগে রান্না করা খাবার দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেটি বাদ দেওয়া হয়েছে। এখন আমরা শিক্ষার্থীদেরকে বিস্কিট, দুধ এবং ডিম জাতীয় পুষ্টিকর খাবার দেবো। এতে করে বিদ্যালয়ে শিশুদের ৩০ ভাগ পুষ্টি নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, সারাদেশে সব বিদ্যালয় এখনও এক শিফট হিসেবে চালু করা সম্ভব হয়নি। এক শিফট চালুর জন্য বিদ্যালয়ে ৮টি শ্রেণিকক্ষ লাগে। এরইমধ্যে নতুন ভবন নির্মাণ করে সারাদেশে ৯০ ভাগ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট দূর হয়েছে। এখনও ১০ ভাগ বাকি আছে। এটা পূরণ হয়ে গেলে এক শিফট চালু করা হবে বলে তিনি জানান।

ফজলুল করিম ফারাজী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।