প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আলতাজ উদ্দিন (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। আলতাজ উদ্দিন লামা ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ড কাঁঠালছড়া এলাকার জাকির আহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে সামাজিকভাবে শালিসি বৈঠকে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে ভবিষ্যতে উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ১৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

তবে ২০২১ সালের ৮ ডিসেম্বর উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালীর শামুকছড়ার মুখ এলাকার নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করেন। ওই দিন বিকেলে কিশোরীর মা বাড়িতে ফিরলে তাকে বিষয়টি জানালে ওইদিনও তিনি বাদী হয়ে লামা থানায় ধর্ষণ মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আলতাজ উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন এবং অভিযুক্তকে কারাগারে পাঠান।

নয়ন চক্রবর্তী/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।