ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরি, কারখানা মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করে চারদিনে মধ্যে কারখানা অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান।

raj-(3).jpg

আরও পড়ুন: সিসা তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

স্থানীয়রা জানান, প্রায় ২০-২৫ দিন আগে বাঘুটিয়া গ্রামে কারখানা স্থাপন করেন নওগাঁর শহিদুল ইসলাম। এখানে ২০-২৫জন শ্রমিক দিয়ে রাতের বেলায় পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরি করে আসছিলেন। এতে বিষাক্ত ধোঁয়ায় এলাকার ফসল, গরু-ছাগল ও মানুষের ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে এ অবৈধ কারখানা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

raj-(3).jpg

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতায় অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে চারদিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।