হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, না হয় আমরা: দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবেন ততক্ষণ বিএনপির আন্দোলন চলবে। আমাদের আন্দোলন হয় এসপার না হয় ওসপার। হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, না হয় আমরা থাকবো।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে জয়পুরহাট শহরের নতুনহাট সরদারপাড়া এলাকায় জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, এতদিন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে। এখন দফা এক দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ। এ সরকারকে সরিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে জনগণ জেগে উঠেছে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্যসচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রেজভী আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব শামস মতিন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।