কার্টনে মিললো নবজাতকের মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্টনের ভেতর থেকে নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শান্তিধারা এলাকার পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে একদিন বয়সের নবজাতকের মরদেহ কার্টনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: পুকুরে ভাসছিল পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। একই সঙ্গে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/জিকেএস