দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে আওয়ামী লীগ: আমু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে বলে মন্তব্য করেছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের কথা বলে আর আওয়ামী লীগ উন্নয়ন করে ক্ষমতায় আসার কথা বলে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমু আরও বলেন, নলছিটি পৌরসভাকে দ্বিতীয় শ্রেণির পৌরসভা থেকে প্রথম শ্রেণিতে উন্নীত এ সরকারের আমলেই হয়েছে। আজ গ্রামপর্যায়ে নারীদের বিনামূলে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে তা সবার কাছে তুলে ধরতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মফিজুল ইসলাম শাহীন।

আতিকুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।