‌ইউরোপ যাওয়া হলো না মিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

কয়েক দিনের মধ্যেই ইউরোপে পাড়ি জমানোর কথা ছিল মিশুর। সবকিছু ঠিকঠাক, মর্মান্তিক মৃত্যু থামিয়ে দিলো রিয়াজ উদ্দিন মিশুকে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামে পুকুরে ডুবে মিশু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে ওই গ্রামের আবদুল করিম মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মিশু ওই বাড়ির মোহাম্মদ মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায় মিশু। দীর্ঘক্ষণ তার কোনো সাঁড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে তার নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিশুর পরিবারের সদস্যরা জানায়, ছোট বেলা থেকেই মিশুর মৃগি রোগ ছিল। দুপুরে সে গোসল করতে গেলে মৃগি রোগ উঠে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই জীবিকার জন্য মিশু ইউরোপে যাওয়ার কথা ছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, ঘটনার পর পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ওই যুবকের মৃগি রোগ ছিল বলে পরিবার ও প্রতিবেশিরা জানিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।