যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৭ অক্টোবর ২০২৩

যশোরে রিপন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি যশোর শহরের খড়কি এলাকার মোহাম্মদ বুড়োর ছেলে।

সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রিপন পেশায় একজন লেদশ্রমিক ছিলেন। সোমবার রাত ৮টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে শহরের মুজিব সড়কে রেলগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।