ট্রেনে যাত্রী বেশে ফেনসিডিল পাচারের সময় ৪ নারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৭ অক্টোবর ২০২৩

জয়পুরহাটে ট্রেনে যাত্রী বেশে বডি ফিটিংয়ের মাধ্যমে ফেনসিডিল পাচারের সময় চার নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এ তথ্য জানান।

এর আগে আন্তঃনগর নীলসাগর ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত হানিফের মেয়ে আনোয়ারা (৪৪) মনসুর আলীর মেয়ে মনোয়ারা বেগম (৩৬), মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) ও একই উপজেলার মৌপুকুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ইতি (২৭)।

মেজর মো. শেখ সাদিক জানান, গোপন তথ্যের মাধ্যমে জানা যায় চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেনে কতিপয় নারী মাদক কারবারি বিশেষ বডি ফিটিংয়ের মাধ্যমে মাদক ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যারা জয়পুরহাট রেল স্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি স্টেশনে পৌঁছালে ট্রেনের একটি বগি তল্লাশির সময় ওই চার নারী পালানোর চেষ্টা করে। তখন তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশীকালে ১৩৮ বোতল ফেনসিডিল জব্দসহ আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধ সান্তাহার রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।