ঘরের সামনে পড়ে ছিল সবজি ব্যবসায়ীর গলা কাটা মরদেহ
দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির সামনে হাবিবুর রহমান হিটলার (৪৩) নামের এক সবজি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ অক্টোবর) দিনগত রাতে পৌর শহরের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া এলাকার মনছের আলীর ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দিনাজপুরে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত
নিহতের স্ত্রী সুলতানা বেগম জানান, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে বাড়ি এসে খাবার খেয়ে একটু বাইরে যান হিটলার। সবাই ঘুমিয়ে পড়ায় রাতে আর কেউ তার খোঁজ নেয়নি। সকালে ঘরের সামনে তার গলা কাটা মরদেহ দেখতে পায় সবাই।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কেন বা কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে।
মো.মাহাবুর রহমান/জেএস/এএসএম