আইএস`র কাছ থেকে ছেলেকে ফিরে পেতে পরিবারের আহাজারি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ক্ষুদ্রগাঁও গ্রামের আসাদ আলী সরকার ওরফে রাসেলকে লিবিয়ার ত্রিপোলির একটি বাজার থেকে আইএস জঙ্গিরা ধরে নিয়ে গেছে অভিযোগ পরিবারের।
শুক্রবার ত্রিপোলির একটি বাজার থেকে আসাদ ও তার সহকর্মী রিপনকে ধরে নিয়ে যায় আইএস। রোববার দুপুরে আসাদের বাবা আব্বাস আলী ও মা আলেমা খাতুন সাংবাদিকদের এমন অভিযোগ করেন।
রোববার আসাদের বাসায় তার বাবা ও মায়ের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান।
রাসেলের বাবা আব্বাস আলী বলেন, শনিবার সকালে আসাদের আরেক সহকর্মী শাহিন ফোন করে জানিয়েছে আসাদসহ দুজনকে আইএস ধরে নিয়ে গেছে।
তারা পাঁচজন মিলে বাজার করতে গিয়েছিল। আইএসে একটি গাড়ি এসে ধাওয়া করলে রাসেল ও রিপন ধরা পড়েছে বলে শাহিন ফোনে জানিয়েছে।
এরপর থেকে পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। তারা ছেলেকে ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
আসাদের মা আলেমা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে এখন কেমন আছে জানি না। তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই আমরা। আসাদ লিবিয়ায় কাজ করতে যেতে চায়নি। আমরা আসাদকে আইএসের হাত থেকে সুস্থ অবস্থায় ফেরতের জন্য সরকারে প্রতি আহ্বান জানাই।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম জানান, আসাদকে আইএস জঙ্গিরা ধরে নিয়ে গেছে বলে পরিবারের সদস্যদের কাছে শুনেছি। আমরা আসাদের খোঁজ খবরের জন্য উচ্চ মহলে ইতোমধ্যে জানিয়েছি।
উল্লেখ্য, একটি এজেন্সির মাধ্যমে গেল বছরের ২৫ জুন কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে লিবিয়ায় যায় আসাদ। সর্বশেষ লিবিয়া থেকে গত ২৩ মার্চ ফোনে বাবা মা’র সঙ্গে কথা বলেন তিনি।
রবিউল এহসান রিপন/এমএএস/এবিএস