জুমারবাড়ী ইউনিয়নে প্রথম মহিলা প্রার্থী গিনি


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ মার্চ ২০১৬

গাইবান্ধার সাঘাটা থানার ৮নং জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতার ৪৪ বছর পর প্রথম নারী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন মাসুদা বেগম গিনি।

তিনি তার ইউনিয়নের উন্নয়নে গরীব-মেহনতী মানুষের সেবায় কাজ করতে চান।

গিনি বলেন, বাংলাদেশের সর্বস্থরে নারীর ক্ষমতায়ন কাজে লাগিয়ে জনসেবা ও জুমারবাড়ীর উন্নয়নে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে কাজ করতে চাই। জুমারবাড়ীর যুব-সমাজদের বেশি করে কাজে উৎসাহিত করতে চাই।

তিনি আরও বলেন, আমি বেশি করে জোর দিতে চাই নারী শিক্ষা, অ্যাসিড নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও বাল্যবিবাহ বন্ধ করার প্রতি। নারী-পুরুষের ভেদাভেদ ভুলে, নারী-পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জুমারবাড়ী ইউনিয়নকে একটি ডিজিটাল আধুনিক ইউনিয়ন হিসেবে বাস্থবায়ন করতে চাই।

এলএ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।