আবারো ভেসে উঠেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২০ অক্টোবর ২০২৩

দীর্ঘ ৪৫ দিন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ভেসে উঠেছে সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু। শুক্রবার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুর পাটাতন থেকে হ্রদের পানি নেমে গিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটি।

পর্যটন করপোরেশন কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকার ফলে সেতুর পাটাতনের অনেক কাঠ পচে নষ্ট হয়ে গেছে। সেতুতে পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করার জন্য ধুয়ে পরিষ্কার করার পাশাপাশি পর্যটন করপোরেশন কর্তৃক সেতুর নষ্ট হয়ে যাওয়া অংশগুলো মেরামত ও রঙের কাজ চলছে।

jagonews24

রাঙ্গামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, গত কয়েক বছর বর্ষায় বৃষ্টি কম হওয়ায় সেতু না ডুবলেও এবারের ভারি বৃষ্টিপাতে সেতু ডুবে গিয়েছিল। এতে আমরা ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন যেহেতু পানি কমে গেছে, সপ্তাহিক বন্ধ ও পূজার ছুটি মিলিয়ে মোটামুটি ভালোই পর্যটক আসবে।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, দীর্ঘদিন ডুবে থাকার পর আবারো ভেসে উঠেছে ঝুলন্ত সেতু। এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এতদিন পর্যটকদের ঝুলন্ত সেতুতে না উঠেই ফেরত যেতে হয়েছে। এবার থেকে আর কাউকে হতাশ হয়ে ফেরত যেতে হবে না। আমরা দ্রুত সেতুর মেরামতের কাজ সম্পন্ন করে উন্মুক্ত করে দেবো।

সাইফুল উদ্দীন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।