এ্যানির মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২০ অক্টোবর ২০২৩

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষাভ মিছিল করেছে নেতাকর্মীরা। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে সদর (পূর্ব) উপজেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

দলীয় সূত্র জানায়, মিছিলটি শহরের দক্ষিণ তেহমুনী এলাকা থেকে শুরু হয়ে এ্যানির পুরাতন গোহাটা সড়কের বাসভবন প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ। এতে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লোকমান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিমুল, সোহেল আদনান, যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে রাতের আঁধারে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতার করে কারাবন্দি করা হয়। অবিলম্বে এ্যানিকে মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। যদি এ্যানিকে মুক্তি দেওয়া না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।