নৌকার মিছিল থেকে বিএনপির ফেস্টুন ভাঙচুর
লক্ষ্মীপুরে উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উত্তর তেমুহনী-দক্ষিণ তেমুহনী বাজার সংযোগ সড়কের পাশে বিভিন্ন স্থানে সাঁটানো বিএনপির ফেস্টুন ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর নেতৃত্বে মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ অভিযোগ করে বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন শহরে ফেস্টুন লাগিয়েছেন। আওয়ামী লীগের মিছিল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সেসব ফেস্টুন ভাঙচুর করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, ‘অতি উৎসাহী হয়ে কেউ বিএনপির ব্যানার-ফেস্টুন ভেঙেছে কি না আমি জানি না। আমি অপকর্ম সমর্থন করি না। তবে কেউ আমাকে কিছু জানাননি।’
লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, জাকের পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী রয়েছেন। ৫ নভেম্বর ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার চার লাখ ৩ হাজার ৭৪৪ জন। এরমধ্যে দুই লাখ ৯ হাজার ৯৬ জন পুরুষ এবং এক লাখ ৯৪ হাজার ৬৪৮ জন নারী ভোটার।
কাজল কায়েস/এসআর/জিকেএস