রাজবাড়ীতে মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২২ অক্টোবর ২০২৩

রাজবাড়ীতে মো. আবুল হাসান (৩০) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।

আরও পড়ুন: চট্টগ্রামে দুই মাদক কারবারির যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আবুল হাসান যশোরের কোতোয়ালি থানার খামার বাগডাঙ্গা মৃত আমির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন না।

মামলার সরকারি কৌঁসুলি মো. আবু বকর মিয়া জানান, ২০১২ সালের ১৭ মে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৪৩৫৪) তল্লাশি করা হয়। পরে আবুল হাসানের পায়ের মাঝখানে রাখা একটি ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত মো. আবুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।