সুন্দরবনে আগুন : তদন্ত কমিটি গঠন
পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জর ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের শিকদারের চিলা এলাকায় রোববার সন্ধ্যায় আগুন লাগার ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত টিম করা হয়েছে। চাদপাই রেঞ্জের রেঞ্জার বেলায়েত হোসেনকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফওর কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
ঘটনাস্থলে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম বেলা সাড়ে ১১ টায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সাইদুল ইসলাম জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। যে স্থানে আগুন লেগেছে সেখানে সন জাতীয় কিছু উদ্ভিত পুড়ে গেছে। যার পরিমাণ প্রায় ১ থেকে দেড় একর হতে পারে। ঘটনাস্থল থেকে আগুন যেন কোনো অবস্থাতেই অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সে জন্য ফায়ার লাইন কেটে ফায়ার সার্ভিস কর্মীসহ বনবিভাগের লোকজন পানি দিচ্ছে।
কী কারণে আগুন লেগেছে এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান ,ধারণা করা হচ্ছে জেলে বাওয়ালীদের ফেলে দেয়া বিড়ি সিগারেটের অংশ থেকে বনের এই এলাকায় আগুন লাগতে পারে। যেখানে আগুন লেগেছে সেখানে সন জাতীয় খড় ছাড়া অন্য কিছুই নেই। ফলে বনের কোনো বড় উদ্ভিদের ক্ষতির আশঙ্কা খুবই কম।
উল্লেখ্য, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জর ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের শিকদারের চিলা এলাকায় রোববার সন্ধ্যায় আগুন লাগার পর রাতেই একদফা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বনকর্মীরা এমন দাবি করলেও সোমবার সকালে আবারও বনের ওই এলাকায় ধোয়ার কুণ্ডুলি দেখতে পাওয়া যায়। এঘটনার পর সোমবার সকালে বনকর্মীরা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শওকত আলী আশরাফী/এফএ/এমএস