পল্লী বিদ্যুতের খুঁটি উঠাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
শরীয়তপুরের চরপায়াতলী গ্রামে পল্লী বিদ্যুতের খুঁটি ঠেলা গাড়িতে উঠাতে গিয়ে মো. বাবুল খাঁ (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহত মো. বাবুল খাঁ যশোর জেলার কেশবপুর থানার বড়েঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফজলে খাঁ। তিনি শরীয়তপুর পল্লী উন্নয়ন বোর্ডের একজন শ্রমিক।
এ ব্যাপারে পল্লী উন্নয়ন বোর্ডের শ্রমিকদের সর্দার মো. হাবিবুর রহমান বলেন, বাবুল খাঁ আমাদের সঙ্গে অনেক দিন ধরে কাজ করে আসছে। আজ সকালে বাবুলসহ কয়েকজন শ্রমিক মাটি থেকে খুঁটি ঠেলাগাড়িতে উঠানের সময় একটি খুঁটি তার মাথার উপর পড়লে তাৎক্ষণিকভাবে সে মারা যায়।
এ ব্যাপারে পল্লী উন্নয়ন বোর্ডের ঠিকাদার ওহাবের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে মুঠো ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরুল ইসলাম আকন্দ বলেন, সরকারি কাজে শরীয়তপুর সদরে আসায় আমি বিষয়টি জানি না।
ছগির হোসেন/এফএ/আরআইপি