ফেনীতে হাসপাতাল সিলগালা, পরিচালকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

ফেনীর দাগনভূঞা ডায়াবেটিক হাসপাতাল সিলগালা করেছেন প্রশাসন। অভিযানে হাসপাতালে পরিচালক সামছুদ্দিন মানিককে ১৫ দিনের কারাদণ্ড ও এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা অভিযান চালিয়ে এ আদেশ দেন।

আরও পড়ুন: কুমিল্লায় দুই হাসপাতাল সিলগালা 

ইউএনও নিবেদিতা চাকমা জানান, ওই হাসপাতালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নেই। এছাড়াও তারা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট এবং অনুমতিবিহীন অপারেশন থিয়েটার চালিয়ে আসছেন। এসব অভিযোগে হাসপাতাল সিলগালা করে মালিককে কারাদণ্ড দেওয়া হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।