কক্সবাজারে হাসপাতাল থেকে পালালেন নারী হাজতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৬ অক্টোবর ২০২৩

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নারী হাজতি পালিয়ে গেছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে হাসপাতালে মহিলা ওয়ার্ড থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

ওই হাজতির নাম রাশেদা বেগম (৩৫)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের আলমগীরের স্ত্রী। দুই সপ্তাহ আগে একটি অপহরণ মামলায় সহযোগী হিসেবে কারাগারে এসেছিলেন তিনি।

আরও পড়ুন: জানালা ভেঙে পালালেন আইসোলেশনে থাকা হাজতি

কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শাহ আলম খান বলেন, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব চলাকালীন মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাশেদা। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যান।

তিনি আরও বলেন, হাসপাতালে হাজতির পাহারা থাকা কারারক্ষী ইকবাল ও ইশরাতের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে।

একই সঙ্গে পালিয়ে যাওয়া হাজতি রাশেদাকে গ্রেফতারে পুলিশসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।