২১ মা ইলিশ নিচ্ছিলেন মেয়ের বাড়ি, গুনলেন জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৭ অক্টোবর ২০২৩

শরীয়তপুরে ইলিশ পরিবহনের দায়ে মাসুদা বেগম (৪২) নামে এক নারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

দণ্ডপ্রাপ্ত মাসুদা বেগম বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। তিনি শরীয়তপুর পৌরশহরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশে ইলিশ মাছ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ নিধন, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহর মোড় এলাকার চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করেছিল পুলিশ।

এ সময় মাসুদা বেগম নামের ওই নারী বাসের বক্সে একটি ব্যাগে বড় সাইজের ২১টি মা ইলিশ মাছ নিয়ে যাচ্ছিলেন। এ সময় ইলিশসহ ওই নারীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, বড় সাইজরে মা ইলিশ মাছগুলো তার মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জাগো নিউজকে বলেন, মাসুদা বেগম নামে ওই নারীকে ইলিশ পরিবহনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ মাছগুলো শরীয়তপুর সরকারি শিশু পরিবারে (বালক) এতিম শিশুদের জন্য দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান সব সময় অব্যাহত রাখা হবে।

বিধান মজুমদার অনি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।