এনায়েতপুরী দরবার শরীফে সমাহিত হলেন সৈয়দ আবুল হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৭ অক্টোবর ২০২৩

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) দরবার শরীফে তাকে দাফন করা হয়।

এসময় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলসহ কয়েক হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার শ্বশুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মরদেহ গ্রহণ করেন।

আরও পড়ুন: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন হবে সিরাজগঞ্জে

সৈয়দ আবুল হোসেনে প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টার দিকে হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র.) দরবার শরীফে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এনায়েতপুরী দরবার শরীফে সমাহিত হলেন সৈয়দ আবুল হোসেন

দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু জানান, জানাজার নামাজ পড়ান দরবার শরীফ মসজিদের ইমাম মওলানা আব্দুল আওয়াল।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এম এ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।