মেহেরপুরে মেছো বাঘ পিটিয়ে মারলেন কৃষকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৮ অক্টোবর ২০২৩

মেহেরপুরে বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে কৃষকরা। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বারাদি ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিমুলতলা গ্রামের মাঠে কাজ করার সময় হায়াত আলীর ধানক্ষেতের মধ্যে মেছো বাঘ দেখতে পান কৃষকরা। এ সময় তারা মেছো বাঘটিকে ধরার চেষ্টা করে। তখনই কৃষকদের ওপর মেছো বাঘটি আক্রমণের চেষ্টা করে। তখন মাঠের শ্রমিকরা জড় হয়ে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুন: ঠিকমতো খাচ্ছে না সেই হাতিশাবকটি, দেখা দিয়েছে পুষ্টিহীনতা

কৃষি ও পরিবেশের জন্য উপকারী বিপন্ন প্রজাতির এই মেছো বাঘটিকে কৌতূহলবশত হত্যা করা হয়েছে বলে জানান ওই শ্রমিকরা।

বন্যপ্রাণী আইনে এ সমস্ত প্রাণী হত্যা অপরাধ উল্লেখ করে মেহেরপুর সদর বন বিভাগের ফরেস্টার হামিম হায়দার বলেন, ওই এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষার জন্য চেষ্টা করা হবে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।