ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

‘দুপুরের পর গাড়ি বন্ধ করে দেব, না হয় তেলের টাকাও উঠবে না’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

রাজধানীতে মহাসমাবেশকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই-সীতাকুণ্ড অংশে কমে গেছে যানবাহনের চলাচল। অন্যদিনের তুলনায় সড়কে যানবাহন নেই বললেই চলে। শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে মহাসড়ক বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামীও ঘোষণা দিয়েছে ঢাকায় সমাবেশ করবে। এ ছাড়া বিভিন্ন দল যারা যুগপৎ আন্দোলনে রয়েছে তারাও এদিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করবে। এসব সমাবেশকে কেন্দ্র করে কমে গেছে যান চলাচল।

অন্যদিকে আনোয়ারা কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি রিজার্ভ নিয়ে গেছে। মাঝে মধ্যে দুএকটি গাড়ি চলাচল করলেও অন্যদিনের তুলনায় অনেক কম। সড়কে লোকজনও তেমন চোখে পড়েনি।

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে যেন অঘোষিত হরতাল

লেগুনা চালক মোহাম্মদ মামুন বলেন, আজ রাস্তায় গাড়ি চলাচল অন্যদিনের তুলনায় কমে গেছে। তেমন যাত্রীও নেই। সকালে বড় দারোগাহাট থেকে মিরসরাই সদর পর্যন্ত খালি আসতে হয়েছে। মাত্র ৭০ টাকা ভাড়া পেয়েছি। অথচ অন্যদিন এই জায়গায় আসা পর্যন্ত ২০০ থেকে ২৫০ টাকা ভাড়া পাই। দুপুরের পর গাড়ি বন্ধ করে দেব। না হয় ইনকাম তো দূরে থাক, তেলের টাকাও উঠবে না।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, সকাল থেকে মহাসড়কে যান চলাচল কিছুটা কম দেখা গেছে। তবে শনিবার ছুটির দিন হওয়ায় গাড়ি চলাচল কম থাকে। অনেক গাড়ি রিজার্ভ চলে যাওয়ার কারণেও এমন হতে পারে।

এম মাঈন উদ্দিন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।