২ হাজার গাড়িবহর নিয়ে আওয়ামী লীগের সমাবেশে জাহাঙ্গীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম দুই সহস্রাধিক বাস-ট্রাক, মাইক্রোবাস, পিকআপ নিয়ে দলের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে নগরীর ছয়দানাস্থ মেয়র ভবন থেকে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে যেকোনো ধরনের বাধাবিপত্তি আসুক না কেন আমরা মোকাবিলা করবো। প্রধানমন্ত্রী যেন রাষ্ট্রীয় দায়িত্বে থাকে এ জন্য যা যা করণীয় আমরা তাই করবো। ঢাকা ও গাজীপুরের মানুষ সবাই যেন নিরাপদে থাকে এ জন্য আমরা ঢাকা যাচ্ছি। শান্তির জন্য জাতীয় পতাকা হাতে ঢাকায় প্রবেশ করবে আমাদের নেতাকর্মীরা।

জাহাঙ্গীর আলম আরও বলেন, আমি নিজ উদ্যোগে দুই হাজার যানবাহনের ব্যবস্থা করেছি। আর নেতাকর্মীরাও তাদের নিজ উদ্যোগে বিপুল সংখ্যক যানবাহন নিয়ে ঢাকায় যাচ্ছি। ঢাকার রাজপথে দেখতে পাবেন আমাদের কত নেতাকর্মী সমাবেশে যোগ দেয়।

এদিকে শনিবার ভোর থেকে নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা মেয়র ভবনের সামনে আসাতে থাকেন। কয়েক হাজার নেতাকর্মীর পদচারণায় মেয়র ভবন প্রাঙ্গণ ভরে যায়। তাদের স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তারা জাতীয় পতাকা ও খাবার সংগ্রহ করে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

গেলো শুক্রবার রাতে জাহাঙ্গীর আলমের ছায়দানাস্থ বাসভবন প্রাঙ্গণে কয়েক হাজার নেতাকর্মীদের জন্য দুপুরের খাবার হিসেবে গরু ও মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। সকালে নেতাকর্মীরা বাসে ওঠার সময় সাবার হাতে হাতে সেসব খাবার ও পানি তুলে দেওয়া হয়।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।