হরতালে বান্দরবানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের ডাকে বান্দরবানেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার ভেতরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বান্দরবান বাসস্টেশন থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

পূরবী বাসচালক মো. রফিক জানান, সকাল থেকে ঢাকা, চট্টগ্রামসহ দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রোয়াংছড়ি, রুমা ও থানচি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: লালমনিরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বান্দরবান শৈলশোভা বাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি অমল দাশ বলেন, জেলার অভ্যন্তরে হরতালের তেমন প্রভাব না থাকায় রুমা-থানচি ও রোয়াংছড়ি উপজেলার সঙ্গে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বান্দরবান-কেরানীহাট, চট্টগ্রাম চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক শুব্রত দাশ ঝুন্টু জানান, হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নয়ন চক্রবর্তী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।