খুলনায় বিএনপির কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

খুলনা মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সব আসবাবপত্র পুড়ে গেছে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর খালিশপুর থানার বৈকালী এলাকার অফিসে এ ঘটনা ঘটে।

এদিকে দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তবে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন: বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জহর মীর বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এসময় বিএনপির নেতাকর্মীরা সেখানে না থাকায় আগুন নেভানোর কেউ ছিল না, ফলে সবকিছু পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে বয়রা স্টেশনের কর্মী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেখানে যাওয়ার আগেই প্রায় সবকিছু পুড়ে গেছে।

আলমগীর হান্নান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।