ঢাকার সমাবেশে গিয়ে আটক ছাত্রদল নেতা, খবর শুনে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩
ছেলে আব্দুল্লাহ আল কাইয়ুম ও বাবা লুৎফর রহমান

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আটক হন। এ খবর শুনে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার বাবা মো. লুৎফর রহমান মারা গেছেন।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা পুলিশ ছাত্রদল নেতা কাইয়ুমকে আটক করেন। এ খবর পাওয়ার পর বাবা লুৎফর রহমান স্ট্রোকে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লুৎফর রহমানের বড় ছেলে সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আব্বু আগে থেকেই অসুস্থ ছিলেন। এ দিন ছোট ভাই পুলিশের হাতে আটক হওয়ার খবর শুনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক ইলাহী মুন্না জাগো নিউজকে বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার সময় আব্দুল্লাহ আল কাইয়ুমকে পুলিশ আটক করে। এ খবর শোনার পর তার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তিনি মারা যান।

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।