রাঙ্গামাটিতে বিএনপির ৯ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

রাঙ্গামাটিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের ভেদভেদী এলাকায় হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।

দুপুরে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তবে আটককৃতদের নাম জানা যায়নি।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু জানান, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটকের খবর পাচ্ছি, তবে রাঙ্গামাটির বাইরে থাকায় সঠিক কয়জনকে আটক করা হয়েছে তা বলতে পারছি না।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, ভোরে ভেদভেদী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ৯ জনকে আটক করি। তাদের আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।

সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।